ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা

ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা


1. ভারতীয় সংবিধানের জনক কে ?
উত্তর : বি. আর. আম্বেদকর


2. ভারতীয় আইনের জনক কে ?
উত্তর : বি. আর. আম্বেদকর


3.ভারতীয় গনতন্ত্রের জনক কে ?
উত্তর : বি. আর.আম্বেদকর


4. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে ?
উত্তর : জহরলাল নেহরু


5. ভারতে বিদেশ নীতির জনক কে ?
উত্তর : জহরলাল নেহরু


6.জোটনিরপেক্ষতা নীতির জনক কে ?
উত্তর : জহরলাল নেহরু


7.আধুনিক ভারতের/জাতির জনক কে ?
উত্তর : মহাত্মা গান্ধী


8. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে ?
উত্তর : মহাত্মা গান্ধীজী


9. ভারতীয় শিক্ষার জনক কে ?
উত্তর : লর্ড মেকলে


10. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে ?
উত্তর : লর্ড মেকলে


11. ভারতীয় রেলওয়ের জনক কে ?
উত্তর : লর্ড ডালহৌসি


12. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে ?
উত্তর : লর্ড রিপন


13.ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে ?
উত্তর : লর্ড কর্ণওয়ালি


14.ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে ?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল


15. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে ?
উত্তর : অ্যালেন অক্টোভিয়ান হিউম


16. ভারতীয় ভূগোলের জনক কে ?
উত্তর : জেমস রেনেল


17.ভারতীয় সেনা বাহিনীর জনক কে ?
উত্তর : স্ট্রিংগার লরেন্স


18.ভারতীয় সাংবাদিকতার জনক কে ?
উত্তর : জেমস অগাস্টাস হিক


19. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে ?
উত্তর : ফেডেরিক নিকলসন


20.ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক


21.ভারতীয় নবজাগরনের জনক কে ?
উত্তর : রামমোহন রায়


22. ভারতীয় উদারনীতিবাদের জনক কে ?
উত্তর : রামমোহন রায়


23.ভারতীয় ইতিহাসের জনক কে ?
উত্তর : মেঘাস্থিনিস


24.ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
উত্তর : কৌটিল্য/চানক্য


25. ভারতীয় গনিতের জনক কে ?
উত্তর : রামানুজন/ আর্যভট্ট


26.ভারতে দশমিক/শূন্যের জনক কে ?
উত্তর : আর্যভট্ট


27.ভারতীয় জাতীয়তাবাদের জনক কে ?
উত্তর : বিবেকানন্দ


28. ভারতীয় জাতীয় পতাকার জনক কে ?
উত্তর : পিঙ্গালী ভেঙ্কাইয়া


29. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে ?
উত্তর : বিক্রম সারাভাই


30.ভারতীয় বাজেটের জনক কে ?
উত্তর : প্রশান্ত চন্দ্র মহালনাবিশ।


31. ভারতীয় পরিসংখ্যানের জনক কে ?
উত্তর : প্রশান্ত চন্দ্র মহালনাবিশ


32. ভারতীয় পন্টিং এর জনক কে ?
উত্তর : নন্দলাল বোস


33. ভারতীয় সিনেমার জনক কে ?
উত্তর : দাদা সাহেব ফালকে


34. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে ?
উত্তর : সুশ্রুত


35. ভারতীয় উদার অর্থনীতির জনক কে ?
উত্তর : পি. ভি. নরসিমা রাও


36. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে ?
উত্তর : পি. ভি.নরসিমা রাও


37. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে ?
উত্তর : অটল বিহারী বাজপয়ী


38. ভারতীয় হকির জনক কে ?
উত্তর : ধ্যানচাঁদ


39.ভারতীয় মেডিসিনের জনক কে ?
উত্তর : চড়ক


40.ভারতীয় মিসাইলের জনক কে ?
উত্তর : A.P.J.আব্দুল কালাম


41.ভারতীয় টেলিভিসনের জনক কে ?
উত্তর : ডঃ সুভাষচন্দ্র


42. ভারতীয় আয়ুরবেদের জনক কে ?
উত্তর : চড়ক


43. ভারতে White বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে ?
উত্তর : ভার্গিস কুরিয়েন


44. ভারতে নীল(Blue) বিপ্লবের(মাছ) জনক কে ?
উত্তর : অরুন কৃষ্ণান


45.ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনক কে ?
উত্তর : ইন্দিরা গান্ধী


46.ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) জনক কে ?
উত্তর : নির্পাক টুটেজ


47. ভারতে লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনক কে ?
উত্তর : বিশাল তেওয়ারী


48.ভারতে পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) জনক কে ?
উত্তর : দুর্গেশ প্যাটেল


49. ভারতে হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনক কে ?
উত্তর : বিন্দেশ্বর প্রসাদ সিং


50. ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর জনক কে ?
উত্তর : এম . বিশ্বেশ্বরিয়া


51. ভারতীয় সমাজতত্ত্বের জনক কে ?
উত্তর : জি . এস . ঘুরে


52. ভারতে জনস্বার্থ মামলার জনক কে ?
উত্তর : পি . এন . ভগবতী


53. ভারতে লোক আদালতের জনক কে ?
উত্তর : পি . এন . ভগবতী


54.ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে ?
উত্তর : হোমি জে ভাবা


55. ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে ?
উত্তর : এম . এস . স্বামীনাথন


56. ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে ?
উত্তর : আর .মিশ্র


57. ভারতীয় পরিকল্পনার জনক কে ?
উত্তর : M. বিশ্বেশ্বরিয়া


Scroll to Top