ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটন কেন্দ্র তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটন কেন্দ্র তালিকা

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন ট্যাগলাইন ও তাদের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানের তালিকা দেওয়া রইলো ।

অরুণাচল প্রদেশ

  • ট্যাগলাইন : The Land of Dawnlit Mountains
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : তাওয়াং মোনাস্টারি, প্রভু পর্বত, গঙ্গা হ্রদ, শিলা হ্রদ প্রভৃতি।

আসাম

  • ট্যাগলাইন : The Awesome Assam
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : কাজিরাঙা ন্যাশনাল পার্ক, মানস ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি, নামেরি ন্যাশনাল পার্ক, কবিতোরা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি,কামাক্ষা মন্দির মদন কামদেব হেরিটেজ সাইট, মাজুলি দ্বীপ প্রভৃতি।

অন্ধ্রপ্রদেশ

  • ট্যাগলাইন : The Essence of Incredible India
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : তিরুমালা তিরুপতি, কঙ্কাদুর্গা মন্দির, বিজয়ওয়াড়া, মল্লিকার্জুন স্বামী মন্দির, নরসিংহ মন্দির আরাকু ভ্যালি, উন্দাভ্যালি, গান্ডিকোটা দূর্গ, প্রকাশম ব্যারেজ, কোলের হ্রদ, পুলিকট হ্রদ, রাজামুন্দ্রি, সূর্যলঙ্কা সমুদ্র সৈকত প্রভৃতি।

বিহার

  • ট্যাগলাইন : Blissful Bihar
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : পাবাপুরি, পাটনা, বুদ্ধগয়া, মুজফফরপুর, নালন্দা বিশ্ববিদ্যালয়, সাসারাম, সোনপুর ক্যাটেল ফেয়ার, দ্বারভাঙ্গা, মুঙ্গের প্রভৃতি

ছত্তিসগড়

  • ট্যাগলাইন : Full of Surprises
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : চিত্রকূট জলপ্রপাত, তীর্থগড় জলপ্রপাত, নয়া রায়পুর সেন্ট্রাল পার্ক, ব্রহ্মদেও মন্দির, আরং মন্দির, কুটাঘাট বাঁধ, অর্জুনরথ এবং গুম্বাজ স্মৃতিস্তম্ভ প্রভৃতি

দাদরা ও নগর হাভেলি

  • ট্যাগলাইন : The Land of Natural Beauty
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : ভানগঙ্গা লেক গার্ডেন, হীরা বন গার্ডেন, দুধনি লেক, কুঞ্চ, সিলভাসা ভাসনা লায়ন সাফারি, স্বামী নারায়ণ মন্দির, মধুবন বাঁধ, বিন্দ্রাবিন মন্দির প্রভৃতি

গোয়া

  • ট্যাগলাইন : A Perfect Holiday Destination
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : পানজিম, কালাট, বাঘা, ক্লোভা, ভাগাতোর সমুদ্র সৈকত, ব্যাসিলিকা অফ বম জেসাস, শ্রী মঙ্গেশী মন্দির, সী ক্যাথিড্রাল, রেইস মোগোস দূর্গ, দুধসাগর জলপ্রপাত, চাপোরা দূর্গ, শ্ৰী শান্তাদুর্গা মন্দির, সেলিম আলি বার্ড স্যাঙ্কচুয়ারি, বাটারফ্লাই কনজারভেটরি, ভগবান মহাবীর স্যাঙ্কচুয়ারি প্রভৃতি।

গুজরাট

  • ট্যাগলাইন : Vibrant Gujrat
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : রানী কি ভাব, গির ন্যাশনাল পার্ক, দ্বারকাদিস মন্দির, গ্রেট রন অফ কচ্ছ, সোমনাথ মন্দির, পোলো স্মৃতিসৌধ, চম্পানীর-প্রভাগড় আর্কিওলজিক্যাল পার্ক, সবরবতী আশ্রম, মেরিন ন্যাশনাল পার্ক, বোলাভিরা, লোথাল, পালিং জৈন মন্দির, সূর্যমন্দির (মোধেরা), লক্ষ্মীবিলাস রাজপ্রাসাদ প্রভৃতি।

হরিয়ানা

  • ট্যাগলাইন : A Pioneer in Highway Tourism
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : কুরুক্ষেত্র, জ্যোতিসার, থানেশ্বর, পাঁচকুলা, দুমদামা হ্রদ, সুলতানপুর বার্ড স্যাঙ্কচুয়ারি, বাধকাল হ্রদ প্রভৃতি।

হিমাচল প্রদেশ

  • ট্যাগলাইন : Unforgettable Himachal
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : সিমলা, ধর্মশালা, কুলু, কৌশানী, রোটাংপাস, মানালি, ডাল হ্রদ, খাজিয়ার, জাখো মন্দির, সিমলা স্টেট মিউজিয়াম, তারাদেবী মন্দির, ডালহৌসি, কাশুলি, নাকো হ্রদ, চন্দ্রা তাল, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, চাইল ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি প্রভৃতি।

জম্মু ও কাশ্মীর

  • ট্যাগলাইন : Chalo Kashmir
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : শ্রীনগর, লে, জম্মু শহর, গুলমার্গ, বৈষ্ণদেবী, কাশ্মীর উপত্যাক, লাদাখ, কারগিল, সোনমার্গ, শান্তিস্তুপ প্রভৃতি।

ঝাড়খন্ড

  • ট্যাগলাইন : A New Experience
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : বাবা বৈদ্যনাথ মন্দির, ত্রিকূট পর্বত, নৌলাখা মন্দির, কুলেশ্বরীদেবী মন্দির, মাইথন ড্যাম, রাঁচি মিউজিয়াম, ভদ্রকালী মন্দির, জুবিলি পার্ক, দশম জলপ্রপাত, শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম, পাত্ৰাতু ভ্যালি প্রভৃতি।

কর্ণাটক

  • ট্যাগলাইন : One State. Many Worlds
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : বন্দিপুর ন্যাশনাল পার্ক, চিকমাগালুর, কুর্গ, হাম্পি, মহীশূর, শিবসমুদ্র জলপ্রপাত, গোকর্ণ, গোল গম্বুজ, শ্রীরঙ্গপত্তনম, রঙ্গনাথ স্বামী মন্দির, মাইশোর টেম্পল, বেলুর, বিদর, কাভালা গুহা প্রভৃতি।

কেরালা

  • ট্যাগলাইন : God’s Own Country
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : ডাচ প্যালেস, ফোর্ট কোচি, ফ্রান্সিস গিরজা, মালাবার উপকূল, পদ্মনাভপুরম প্যালেস, এডাক্কাল গুহা, কৃষ্ণপুরম প্যালেস, মুন্নার, কোচি ও কালিকট বন্দর প্রভৃতি।

লাক্ষাদ্বীপ

  • ট্যাগলাইন : 99% fun and 1% land/enjoy the coral paradise.
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : মিনিকয় দ্বীপপূঞ্জ, আগত্তি দ্বীপপূঞ্জ, কাভারাতি দ্বীপপূঞ্জ, স্কুবা ডাইভিং, মেরিন মিউজিয়াম, আন্ধেরেত্তি দ্বীপপূঞ্জ প্রভৃতি।

মনিপুর

  • ট্যাগলাইন : Jewel of Incredible India
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : লোকটাক হ্রদ, জকু উপত্যকা, ইম্ফল উপত্যকা, রেড হিল, কাঙ্গলা দূর্গ, ইম্ফল ওয়ার সিম্যাট্রি, শ্রী গোবিন্দ মন্দির প্রভৃতি।

মেঘালয়

  • ট্যাগলাইন : Halfway to Heaven
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : মালিয়ং ভিলেজ, লাইট লুং ক্যানিয়ন, ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, লালং পার্ক, বলপাকরম ন্যাশনাল পার্ক, উমিয়াম লেক, মাওসামি গুহা, এলিফ্যান্ট জলপ্রপাত, সিজু গুহা প্রভৃতি।

মধ্যপ্রদেশ

  • ট্যাগলাইন : The Heart of Incredible
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, খাজুরাহো মন্দির, উজ্জয়িনী, সাঁচি, ভিমবেটকা গুহা, গোয়ালিয়র, ভোপাল, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, মহেশ্বর মন্দির, ভিন্দ, ওঙ্কারেশ্বর, চিত্রকূট, জব্বলপুর, পেঞ্চ ন্যাশনাল পার্ক, মান্দাসুর, অমরকণ্টক প্রভৃতি।

মহারাষ্ট্র

  • ট্যাগলাইন : Unlimited
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : অজন্তা ও ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা, ছত্রপতি শিবাজী টার্মিনাস, নাগপুর, ঔরঙ্গাবাদ, ভজগুহা, ভীরা ড্যাম, বিবি কি মকবরা, গেটওয়ে অফ ইন্ডিয়া, কানহেরি গুহা, মণিভবন, মোরারাজী দূর্গ, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, রায়গড় দূর্গ, বিজয় দূর্গ ফোর্ট প্রভৃতি।

নাগাল্যান্ড

  • ট্যাগলাইন : Land of Festivals
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : কোহিমা ওয়ার সিম্যাট্রি, নাগা হেরিটেজ ভিলেজ, জাকু পিক, ডিমাপুর, ওয়াশার, খোনোমা গ্রিন ভিলেজ, ফাকিম ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি, ডিমাপুর, ডোয়াং হাইড্রো প্রোজেক্ট, মাউন্ট তিয়ি, জাপফু পর্বত শৃঙ্গ, নাগা হেরিটেজ ভিলেজ, জুকৌভ্যালি, ক্যাথলিক চার্চ প্রভৃতি।

ওড়িশা

  • ট্যাগলাইন : The Soul of Incredible India
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : কোনারক সূর্য মন্দির, জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ মন্দির, রাম মন্দির, ধৌলি পর্বত, চাদিপুর ও পুরি সমুদ্র সৈকত, হীরাকুঁদ বাঁধ, গুপ্তেশ্বর গুহা, বারাবাটি দূর্গ, রত্নগিরি মোনাস্টারি, চিল্কা হ্রদ, ভিতরকণিকা ম্যানগ্রোভ, উদয়গিরি-খণ্ডগিরি গুহা, নন্দনকানন জুলোজিক্যাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক প্রভৃতি।

পুদুচেরি

  • ট্যাগলাইন : Give Time a Break
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : শ্রী অরবিন্দ আশ্রম, আরোভেল্লি, ইমাকিউলেট কনসেপশন ক্যাথিড্রাল, আউসটেরি ওয়েল্যান্ড অ্যান্ড ন্যাশনাল পার্ক, প্রোমেন্ডেসমুদ্র সৈকত, শ্রী ভরদরাজা পেরুমল টেম্পল, বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি।

পাঞ্জাব

  • ট্যাগলাইন : India Begins Here
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ, মহারাজা রনজিৎ সিং মিউজিয়াম, খাইর-উদ-দিন মসজিদ, গুরুদ্বার মাতা কৌলান, গুরু কা মহল, লোধি দূর্গ, ফিলাউর দূর্গ, কাথাগড় টেম্পল প্রভৃতি।

রাজস্থান

  • ট্যাগলাইন : The Incredible State of India
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : আমির দুর্গ, আর্কিওলজিক্যাল মিউজিয়াম, সিটি প্যালেস, জয়গড় দূর্গ, নাহারগড় দূর্গ, চিতোরগড় দুর্গ, জুনাগড় দূর্গ, জয়সলমীর দূর্গ, রণথম্বর দূর্গ, লেক প্যালেস, হাওয়ামহল, জয়পুর, উদয়পুর, বিকানীর প্রভৃতি।

সিকিম

  • ট্যাগলাইন : Small but Beautiful
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : গ্যাংটক, সোমোগো লেক, নাথুলা গিরিপথ, পেলিং, লাচুং, রাবাংলা, রুমটেক মোনাস্টারি, নামচি, জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি।

তামিলনাডু

  • ট্যাগলাইন : Enchanting Tamil Nadu
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : চেন্নাই, মহাবলীপুরম, কাঞ্চিপুরম, রামেশ্বরম, থাঞ্জাভুর, কন্যাকুমারী, কোদাইকানাল, কেয়েম্বাটুর, উটি, তিরুবন্নমালাই, মাদুরাই, মুন্ডমালাই ন্যাশনাল পার্ক, তুতিকোরিন সমুদ্র সৈকত, বেদানথাঙ্গাল, বার্ডস্যাঙ্কচ্যয়ারি, কোলি পর্বত, কেটি উপত্যকা, দোদাবেতা পর্বতশৃঙ্গ, বদ্রীনাথ জলপ্রপাত প্রভৃতি।

তেলেঙ্গানা

  • ট্যাগলাইন : It’s all in it
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : হায়দ্রাবাদ, নাগার্জুন সাগর, আলমপুর, বাসারা, আদিলাবাদ, ভদ্রচলম, কাম্মাম, কুন্তল জলপ্রপাত, নিজামাবাদ, শ্রীরামচন্দ্র মন্দির, অনন্তগিরি পর্বত, সিঙ্গুর বাঁধ প্রভৃতি।

ত্রিপুরা

  • ট্যাগলাইন : Visit Agartala
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : উজ্জয়ন্ত প্যালেস, নির্মহল প্যালেস, জগন্নাথ মন্দির, ত্রিপুরা গভর্নমেন্ট মিউজিয়াম, সিপাহীজাল্লা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি, নেহেরু পার্ক, ত্রিপুরেশ্বরী মন্দির, ভুবনেশ্বরী মন্দির প্রভৃতি।

উত্তরপ্রদেশ

  • ট্যাগলাইন : Amazing Heritage Grand Experiences
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : আগ্রা, তাজমহল, ফতেপুর সিক্রি, খাসমহল, মেহতাব বাগ, জুমা মসজিদ, বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, বেগম হজরৎ মহল পার্ক, বারাণসী, এলাহাবাদ দুর্গ, কানপুর, মথুরা, অযোধ্যা, ঝাসি, কুশীনগর, সারনাথ, মীরাট প্রভৃতি।

পশ্চিমবঙ্গ

  • ট্যাগলাইন : Beautiful Bengal
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : দক্ষিণেশ্বর কালি মন্দির, কালিঘাট মন্দির, বেলুড় মঠ, টিপু সুলতান মসজিদ, বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটি, মুকুটমণিপুর, দীঘা সমুদ্র সৈকত, কালিম্পং, হাজারদুয়ারি, সুন্দরবন, বোলপুর শান্তিনিকেতন, লাটাগুড়ি, মায়াপুর, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, চাপরামাড়ি ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচ্যুয়ারি, বক্সা টাইগার রিজার্ভ প্রভৃতি।

দিল্লি

  • ট্যাগলাইন : Dildaar Dilli
  • উল্লেখযোগ্য দর্শনীয় স্থান : অক্ষরধাম মন্দির, আজাদ হিন্দ গ্রাম, বিড়লা মন্দির, দিল্লি হাট, হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট, যন্তরমন্তর, পার্লামেন্ট, কুতুব মিনার, রেডফোর্ট, সফদরজং সমাধি, গুরু তেগবাহাদুর স্মৃতি সৌধ প্রভৃতি।

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা তালিকা – Founder of Famous Temple in India

Scroll to Top