গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন তালিকা – এক কথায় প্রকাশ

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন তালিকা – এক কথায় প্রকাশ

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন তালিকা / এক কথায় প্রকাশ তালিকা দেওয়া রইলো ।

নংবাক্যবাক্য সংকোচন
অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যেঅবিমৃষ্যকারী
অগ্রসর হইয়া অভ্যর্থনাপ্রত্যুদ্‌গমন
অগ্রে দান গ্রহণ করে যেঅগ্রদানী
অগ্রে বর্তমান থাকে যেঅগ্রবর্তী
অতি শীতও নয়, গ্রীষ্মও নয়নাতিশীতোষ্ণ
অনুকরণ করার ইচ্ছাঅনুচিকীর্ষা
অনুকরণ করিতে ইচ্ছুকঅনুচিকীর্ষু
অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করেঅন্নগতপ্ৰাণ
অন্য সময়/বারবারান্তর
১০অপকার করার ইচ্ছাঅপচিকীর্ষা
১১অপত্য হইতে বিশেষ পার্থক্য না করিয়াঅপত্যনির্বিশেষে
১২অপরের দোষ খুঁজে বেড়ায় যেছিদ্রান্বেষী
১৩অভিজ্ঞতার অভাবঅনভিজ্ঞতা
১৪অভ্র লেহন করে যেঅভ্রংলেহি
১৫অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহারচতুরঙ্গ
১৬অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিকঅশ্বারোহী
১৭অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটুঅঘটনঘটনপটীয়সী
১৮অস্ত যাইতে উদ্যতঅস্তোন্মুখ, অস্তায়মান
১৯আচরণের যোগ্যআচরণীয়
২০আচারে যাহার নিষ্ঠা আছেআচারনিষ্ঠ
২১আট প্রহর যাহা পরা যায়আটপৌরে (শাড়ি)
২২আত্ম বা যে নিজে বিষয়কেই সর্বস্ব বলিয়া মনে করেআত্মসর্বস্ব
২৩আয়ুর পক্ষে হিতকরআয়ুষ
২৪ইচ্ছামত কাজ বা আচরণ করে যেস্বেচ্ছাচারী
২৫ইহার তুল্যঈদৃশ
২৬ঈষৎ উন (একটু কম) যাহাঈষদূন
২৭ঈষৎ উষ্ণ যাহাঈষদুষ্ণ, কবোষ্ণ, কদুষ্ণ
২৮ঈষৎ পাংশুবর্ণকয়রা
২৯ঈষৎ বক্রবঙ্কিম
৩০ঈষৎ শিক্ষিতশিক্ষিতকল্প
৩১উড়ন্ত পাখির ঝাঁকবলাকা
৩২উৎসবের নিমিত্তে গৃহমণ্ডপ
৩৩উদরই সর্বস্ব যারউদরসর্বস্ব
৩৪উপস্থিত বুদ্ধি আছে যাহারপ্রত্যুৎপন্নমতি
৩৫এক মনুর শাসন কালান্তে অন্য মনুর কালরাম্যমন্বন্তর
৩৬একই সময়ে বর্তমানসমসাময়িক
৩৭একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয়সার্ধশতবর্ষ পূর্তি উৎসব
৩৮একশত বছর পূর্তিতে হয়শতবর্ষ পূর্তি উৎসব
৩৯কন্যার সঙ্গে পৃথক বিচার না করিয়াকন্যানির্বিশেষে
৪০কষ্টে গমন করা যায় যেখানেদুর্গম
৪১কষ্টে দমন করা যায় যাহাকেদুর্দমনীয়
৪২কাজ সমাধা হয় যাহা দ্বারাকেজো
৪৩কামনা দূর হইয়াছে যাহারবিতকাম
৪৪কি করতে হবে তা বুঝতে পারে না যেকিংকর্তব্যবিমূঢ়
৪৫কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যেআত্মনিষ্ঠ
৪৬কোনটা দিক, কোনটা বিদিক, এই জ্ঞান নাই যাহারদিগ্বিদিকজ্ঞান শূন্য
৪৭ক্ষমা করার ইচ্ছাচিক্ষমিষা
৪৮গঙ্গার অপত্যগাঙ্গেয়
৪৯গমন করার ইচ্ছাজিগমিষা
৫০গাম্ভীব ধনুক যাহারগাম্ভীবধনা
৫১গিলিবার ইচ্ছাজিগরিষা
৫২গ্রহণ করিবার ইচ্ছাজিযৃক্ষা
৫৩গ্রামে প্রস্তুতগ্রাম্য বা গ্রাম্যজাত
৫৪ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধপরিমল
৫৫ঘৃণার যোগ্যঘৃণ্য, ঘৃণার্হ
৫৬ঘৃতের অল্প গন্ধ যাহাতেঘৃতগন্ধি
৫৭চন্দ্র চূড়াতে যাহারচন্দ্রচূড়
৫৮চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্তচান্দ্ৰ
৫৯চাঁদের মতোচাঁদপনা
৬০ছয় মাস অন্তরষাম্মাসিক
৬১জয় করার ইচ্ছাজিগীষা
৬২জয়ের জন্য উৎসবজয়ন্তী
৬৩জ্বল জ্বল করিতেছে যাহাজাজ্বল্যমান
৬৪ঠকাতে অভ্যস্ত যেঠগ
৬৫ঠিক বিপরীত দিকে অবস্থিতপ্রতীপ
৬৬ডালিমের ভুঁড়িআনারকলি
৬৭ডিঙ্গি বাইবার দাঁড়বৈঠা
৬৮ডিম্বাশয়ের মধ্যে প্রাণ কোষডিম্বাণু
৬৯ঢিপির মতোঢ্যাপসা
৭০তয় দূর করে যেতমোঘ্নে, তমোনাশ
৭১তুলার দ্বারা তৈরিতুলোট, তুলট
৭২ত্বরায় গমন করে যেতুরগ, তুরঙ্গ, তুরঙ্গম
৭৩ত্রাণ লাভ করার ইচ্ছাতিতিৎসা
৭৪দান করার ইচ্ছাদিৎসা
৭৫দার পরিগ্রহ করেন নাই যিনিঅকৃতদার
৭৬দিন ও রাত্রি ব্যাপিয়াদিবারাত্র, অহোরাত্র
৭৭দেখবার ইচ্ছাদিদৃক্ষা
৭৮ধনুকের ধ্বনিটঙ্কার
৭৯ধলার মতো রং যারপাংশুল
৮০নিজেকে যে বড় মনে করেহামবড়া
৮১নিন্দা করতে ইচ্ছাজুগুলা
৮২নিন্দা করার অযোগ্যঅনিন্দ্য
৮৩নিয়মের অধীনবিধিবদ্ধ
৮৪নির্মাণ করার ইচ্ছানির্মিৎসা
৮৫পঁচাত্তর বছর পূর্তিতে হয়প্লাটিনাম জয়ন্তী
৮৬পঁচিশ বছর পূর্তিতে হয়রজত জয়ন্তী
৮৭পঞ্চাশ বছর পূর্তিতে হয়সুবর্ণ জয়ন্তী
৮৮পরের উন্নতি দেখলে যার হিংসা হয়পরশ্রীকাতর
৮৯পর্বতের কন্যাপার্বতী
৯০পা ধুইবার জলপাদ্য
৯১পিতার ভ্রাতাপিতৃব্য
৯২প্রতিকার করিতে ইচ্ছুকপ্রতিচিকীর্ষ
৯৩প্রতিকার করিবার ইচ্ছাপ্রতিচিকীর্ষা
৯৪প্রবেশ করার ইচ্ছাবিবক্ষা
৯৫প্রেম করিবার ইচ্ছাপ্ৰেমীষা
৯৬ফল পাকিলে যে উদ্ভিদ মরিয়া যায়ঔষধি
৯৭ফাঁস দিয়া মানুষ মারে যেফাঁসুড়ে
৯৮ফাল্গুন মাসের পূর্ণিমাফাল্গুনী
৯৯ফিকা কমলা রংবাসন্তী
১০০ফুলতোলা মসলিন শাড়িজামদানি
১০১বমি করার ইচ্ছাবিবমিষা
১০২বমি করার ইচ্ছাবিবমিষা
১০৩বলার ইচ্ছাবিবক্ষা
১০৪বহু গৃহ হইতে ভিক্ষা সংগ্রাহকমাধুকরী
১০৫বহুকাল যাবৎ চলে আসছে যাচিরন্তন
১০৬বাক্য ও মনের অগোচরঅবামানসগোচর
১০৭বাঘের চামড়াকৃত্তি
১০৮বালক হইতে আরম্ভ করিয়া বৃদ্ধ ও স্ত্রীলোক সকলেইআবালবৃদ্ধবণিতা
১০৯বাস করার ইচ্ছাবিবৎসা
১১০বাস্তু হতে উৎখাত যারাউদ্বাস্তু
১১১বিজয় লাভের ইচ্ছাবিজিগীষা
১১২বিষ্ণুর উপাসকবৈষ্ণব
১১৩বিহঙ্গের ধ্বনিকাকলি
১১৪বীণার ঝঙ্কারনিক্কণ
১১৫বীরের ধ্বনিহুঙ্কার
১১৬বেঁচে থাকার ইচ্ছাজিজীবিষা
১১৭ব্যাঙের ছানাব্যাঙাচি
১১৮ভদ্রলোক যে রকম ব্যবহার করেনভদ্রোচিত
১১৯ভবিষ্যৎ কী হইবে দেখে না যেঅপরিণামদর্শী
১২০ভবিষ্যৎ ভাবিয়া দেখে না যেঅদূরদর্শী
১২১ভবিষ্যতে কী হবে দেখে যেপরিণামদর্শী
১২২ভুজ বা বাহুতে ভর করিয়া চলে যেভুজঙ্গ
১২৩ভূত, ভবিষ্যত ও বর্তমান জানেন যিনিত্রিকালজ্ঞ
১২৪ভোজন করার ইচ্ছাবুভুক্ষা
১২৫ভ্রমণ করিবার ইচ্ছাবিভ্রমিষা
১২৬ভ্রাতাদের মধ্যে সদ্ভাবসৌভ্রাতৃত্ব
১২৭মক্ষিকাও প্রবেশ করিতে পারে না যেখানেনির্মক্ষিক
১২৮মন হরণ করে যামনোহরী
১২৯মরণের ইচ্ছামুমূর্ষা
১৩০মাথা পাতিয়া লইবার যোগ্যশিরোধার্য
১৩১মুক্তি পাইতে ইচ্ছুকমুক্তিকামী
১৩২মুক্তি পাওয়ার ইচ্ছামুমুক্ষা
##যার অনুরাগ দূর হয়েছেবীতরাগ
১৩৪যার কিছু নেইআবিষ্কন
১৩৫যারা এক মাতার গর্ভে জন্মিয়াছেসহোদর, সোদর
##যাহা আঘাত দ্বারা সহজে ভাঙ্গে নাঘাতসহ
১৩৭যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় দুরুচ্চার্য, অনুচ্চার্য 
১৩৮যাহা চিন্তা বা ভাবা যায় নাইঅচিন্তিতপূর্ব
১৩৯যাহা ধ্যানের যোগ্যধ্যেয়
১৪০যাহা পূর্বে কখনো দেখা যায় নাই বা পূর্বে ঘটে নাইঅদৃষ্টপূর্ব
১৪১যাহা পূর্বে কখনো হয় নাইঅভূতপূর্ব
১৪২যাহা পূর্বে ছিল এখন নাইভূতপূর্ব
১৪৩যাহা পূর্বে ভস্ম ছিল না, এখন ভস্মে পরিণত হইতেছেভস্মীভূত
১৪৪যাহা লংঘন করা দূরূহদুর্লংঘন
১৪৫যাহা লাফাইয়া চলেপ্লবগ
১৪৬যাহা সরোবরে জন্মেসরোজ, সরসিজ
১৪৭যাহা সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছেসতত-সঞ্চারমান
১৪৮যাহা সহজে জীর্ণ হয়সুপ্রাচ্য
১৪৯যাহা সহজে জীর্ণ হয় নাদুষ্প্ৰাচ্য
১৫০যাহা সহজে পরিপাক করিতে পারা যায় নাগুরুপাক, দুষ্প্ৰাচ্য
১৫১যাহাকে কোনক্রমেই নিবারণ করা যায় নাঅনিবার্য
১৫২যাহার কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর
১৫৩যাহার জটা আছেজটিল, জটাধারী
১৫৪যাহার দুই হাত সমান চলেসব্যসাচী
১৫৫যাহার পর্যবাসন ঘটিয়াছেপর্যবসিত
১৫৬যাহার পূর্বজন্মের কথা স্মরণ থাকেজাতিস্মর
১৫৭যাহার সর্ব হারাইয়াছেসর্বস্বান্ত
১৫৮যাহার সর্বস্ব চুরি হইয়া গিয়াছেহৃতসর্বস্ব
১৫৯যাহার সর্বস্ব হৃত হইয়া গিয়াছেহৃতসর্বস্ব
১৬০যিনি অপ্রিয় কথা বলে থাকেঅপ্রিয়বাদী
১৬১যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিতনৈয়ায়িক
১৬২যিনি প্রতিষ্ঠা লাভ করিয়াছেনলক্ষপ্রতিষ্ঠ
##যিনি বক্তৃতা দানে পটুবাগ্মী
১৬৪যিনি যুদ্ধে স্থির থাকেনযুধিষ্ঠির
১৬৫যিনি সকল অত্যাচার সহ্য করেনসর্বংসহা
##যিনি স্মৃতি শাস্ত্র জানেনস্মার্ত
১৬৭যুদ্ধ করার ইচ্ছাযুযুৎসা
১৬৮যে (ভাই) পরে জন্মগ্রহণ করিয়াছেঅনুজ
১৬৯যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছেবীতস্পৃহ
১৭০যে গাঁজার নেশা করেগেঁজেল
১৭১যে তৃণাদি খাইয়া জীবন ধারণ করেতৃণভুক
১৭২যে নারী অপরের দ্বারা পালিতপরভর্তিকা
১৭৩যে নারী কখনও সূর্যকে দেখে নাইঅসূর্যস্পশ্যা
১৭৪যে নারী গোপনে প্রিয়জনের সাথে মিলিত হয়অভিসারিণী
১৭৫যে নারী স্বয়ং পতিবরণ করেস্বয়ংবরা
১৭৬যে নারীর সন্তান হয় নাবন্ধ্যা
১৭৭যে নারীর স্বামী পুত্র নেইঅবীরা
১৭৮যে নারীর স্বামী বিদেশে থাকেপ্রোষিতভর্তৃকা
১৭৯যে নারীর হাসি পবিত্রসুচিষ্মিতা
১৮০যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণশ্বাপদসংকুল
১৮১যে বা যাহা প্রবীণ বা প্রাচীন নয়অর্বাচীন
১৮২যে বুকে হাঁটিয়া গমন করেসরীসৃপ
১৮৩যে বৃহৎ বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় নাবনস্পতি
১৮৪যে ভরণ পোষণ করছেভর্তা
১৮৫যে রমণীর অসূয়া (হিংসা, পরশ্রীকাতরতা) নাইঅনুসূয়া
১৮৬যে রূপ ইচ্ছাযদৃচ্ছা
১৮৭যে সুন্দরের নিন্দা করা যায় নাঅনিন্দ্যসুন্দর
১৮৮রমণের ইচ্ছারিরংসা
১৮৯রাত্রির প্রথম ভাগপূর্বরাত্র
১৯০রাত্রির মধ্যভাগমহানিশা
১৯১রাত্রির শেষ ভাগপররাত্র
১৯২রেশম দ্বারা নির্মিতরেশমি
১৯৩শক্তি বা শক্তিকে অতিক্রম না করিয়াযথাশক্তি
১৯৪শক্তির উপাসকশাক্ত
১৯৫শুনিবামাত্র স্মরণ রাখিতে পারে যেশ্রুতিধর
১৯৬শ্রবণ করার ইচ্ছাশ্রবনেচ্ছা
১৯৭ষাট বছর পূর্তিতে হয়হীরক জয়ন্তী
১৯৮সকল পদার্থ ভক্ষণ করে যেসর্বভুক
১৯৯সময়ের গণ্ডিকে অতিক্রম করে যা টিকে থাকেকালজয়ী
২০০সম্মুখে অগ্রসর হইয়া অভ্যর্থনাপ্রত্যুদ্‌গমন
২০১সর্বস্ব যাহা পরিপাক হয় নাদুষ্প্রাচ্য, দুষ্পরিপাচ্য
২০২সিংহের গর্জনসিংহনাদ
২০৩সৃষ্টি করার ইচ্ছাসিসৃক্ষা
২০৪হনন করার ইচ্ছাজিঘাংসা
২০৫হরিণের চামড়াঅজিন
২০৬হরেক রকম বলে যেহরবোলা
২০৭হস্তী তাড়নের নিমিত্তে ব্যবহৃত দণ্ডঅঙ্কুশ
২০৮হাত পা বাঁধার শিকলআন্দু
২০৯হাতির শাবককরভ
২১০হাতের চতুর্থ অঙ্গুলিঅনামিকা
ek kothay prokas

এরকম আরও কিছু পোস্ট :

400 বিপরীত শব্দ তালিকা – বিপরীতার্থক শব্দ

বাংলা সমার্থক শব্দ তালিকা – প্রতিশব্দ

Scroll to Top