50+ Chandrayaan 3 GK Question Answer in Bengali – চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর

সম্প্রতি ভারতের চন্দ্রযান ৩ মিশনের সফলতার কাহিনী গোটা বিশ্বে চর্চিত । বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদে পৌঁছতে পেরেছে । কিন্তু আবার ভারত প্রথম দেশ যে কিনা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পেরেছে । আজ ভারতের এই গর্বের চন্দ্রযান মিশন ৩ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখে নেবো। যে কোনো প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি । দেখে নেওয়া যাক Chandrayaan 3 GK Question Answer in Bengali

চন্দ্রযান ৩ প্রশ্ন উত্তর

চন্দ্রযান-৩ অভিযান কবে লঞ্চ করা হয়েছিল ?
উত্তর : ১৪ই জুলাই ২০২৩ তারিখে এটি লঞ্চ করা হয়েছিল ।

কোন সময় এই মিশন লঞ্চ করা হয়েছিল ?
উত্তর : দুপুর ২.৩৫ মিনিটে

কোথা থেকে চন্দ্রযান-৩ লঞ্চ করা হয়েছে ?
উত্তর : অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই মিশন লঞ্চ করা হয়েছে।

মিশন চন্দ্রযান-৩ লঞ্চ করেছে কোন সংস্থা?
উত্তর : ISRO

ISRO-এর ফুলফর্ম কী?
উত্তর : Indian Space Research Organisation

ISRO-এর হেড কোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : বেঙ্গালুরু

কত সালে ISRO প্রতিষ্ঠা হয়েছিল?
উত্তর : ১৯৬৯ সালের ১৫ই আগস্ট

ISRO-এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর : এস. সোমনাথ

দেখে নাও : ইসরো (ISRO ) এর চেয়ারম্যান তালিকা – ISRO Chairman List in Bengali

কোন রকেটের মাধ্যমে এই মিশনটি লঞ্চ করা হয়েছে?
উত্তর : LMV3-M4 বা GSLV Mark 3 রকেটের সাহায্যে লঞ্চ করা হয়েছে। এই রকেটটি Fat Boy নামেও পরিচিত।

LMV3-এর পুরো কথা কী?
উত্তর : Launch Vehicle Mark-III

চন্দ্রযান-৩ মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী?
উত্তর : CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন

চন্দ্রযান-৩ মিশনে কয়টি মডিউল রয়েছে ও এগুলি কী কী?
উত্তর : এই মিশনের প্রধান ৩টি অংশ রয়েছে । এগুলি হল – ল্যান্ডার মডিউল, প্রপালসন মডিউল এবং রোভার।

চন্দ্রযান-৩ -এর ল্যান্ডারটির নাম কী?
উত্তর : বিক্রম

এই ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে?
উত্তর : বিক্রম সারাভাই-এর নামে।

এই ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে?
উত্তর : ৪ থ্রোটল

চন্দ্রযান-৩ -এর রোভারটির নাম কী?
উত্তর : প্রজ্ঞান

এই রোভারটির মোট কয়টি পা বা চাকা রয়েছে?
উত্তর : ৬টি

চন্দ্রযান-৩ মিশনে কোন মডিউল পাঠানো হয়নি?
উত্তর : মুন অরবিটার; কারণ চন্দ্রযান-২ মিশনে পাঠানো অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে।

চন্দ্রযান-৩-র মোট ওজন কত?
উত্তর : ৩৯০০ কেজি

প্রপালসন মডিউলটির ওজন কত?
উত্তর : ২১৪৮ কেজি

রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত ?
উত্তর : ১৭৫২ কেজি

চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান-৩?
উত্তর : দক্ষিন মেরুতে

চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করা প্রথম দেশ কোনটি ?
উত্তর :ভারত ।

কত তারিখে চাঁদের দক্ষিন মেরুতে ল্যান্ড করলো চন্দ্রযান-৩?
উত্তর : ২৩শে আগস্ট ২০২৩ তারিখে সন্ধ্যা ৬টার সময় সফ্ট ল্যান্ডিং-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছয় ল্যান্ডার বিক্রম ।

চন্দ্রযান-৩ মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে?
উত্তর : ৬১৫ কোটি টাকা

চন্দ্রযান-৩ মিশনের থিম কী?
উত্তর : Science of the Moon

চন্দ্রযান-৩ মিশনটির নেতৃত্ব দিয়েছেন কে?
উত্তর : রিতু শ্রীবাস্তব, তিনি চন্দ্রযান-২ মিশনেরও ডিরেক্টর ছিলেন এবং মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন।

ভারতের Rocket Woman নামে পরিচিত কে?
উত্তর : রিতু শ্রীবাস্তব

চাঁদের দক্ষিন মেরুতে মূল্যবান কোন বস্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর : হিলিয়ামের মূল্যবান আইসোটোপ হিলিয়াম ৩ চাঁদের কুমেরুতে রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত মাত্র ১ কেজি হিলিয়াম ৩ সারা ভারতের ১ বছরের জ্বালানীর খরচ যোগাতে পারে।

চন্দ্রযান ১ ও চন্দ্রযান ২ সম্পর্কিত প্রশ্ন উত্তর

চন্দ্রযান-১ মিশন কবে লঞ্চ করা হয়েছিল?
উত্তর : ২০০৮ সালের ২২শে অক্টোবর

চন্দ্রযান-১ মিশনের সময় ISRO-এর চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : জি. মাধবন

চন্দ্রযান-১ কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল?
উত্তর : PSLV XL-C11

চন্দ্রযান-২ মিশন কবে লঞ্চ করা হয়েছিল?
উত্তর : ২০১৯ সালের ২২শে জুলাই

চন্দ্রযান-২ মিশনের সময় ISRO-এর চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : কে. সিভান

চন্দ্রযান-২ কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল?
উত্তর : GSLV Mark 3

Scroll to Top