| ৭০১ | উড়ন্ত পাখির ঝাঁক | বলাকা |
| ৭০২ | অনেক দেখেছে যে | বহুদর্শী |
| ৭০৩ | ঘটা করে আরম্ভ | বহ্বারম্ভ |
| ৭০৪ | যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে | বা অধিবিন্না |
| ৭০৫ | ঈশ্বরের জন্য ব্যাকুল সাধক গায়ক | বাউল |
| ৭০৬ | ক্ষুদ্র বাগান | বাগিচা |
| ৭০৭ | যিনি বক্তৃতা দানে পটু | বাগ্মী |
| ৭০৮ | একের কথা অপরকে বলে বেড়ায় যে | বাবদূক |
| ৭০৯ | যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে | বারমুখাে |
| ৭১০ | গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালবাসে যে | বারমুখো |
| ৭১১ | যে নারী বার (সমূহ) গামিনী | বারাঙ্গনা |
| ৭১২ | যে নারী শিশুসন্তানসহ বিধবা | বালপুত্রিকা |
| ৭১৩ | একের পরিবর্তে আরেক | বিকল্প |
| ৭১৪ | যা বিক্রয় করার যােগ্য | বিক্রেয় |
| ৭১৫ | বিশেষ খ্যাতি আছে যার | বিখ্যাত |
| ৭১৬ | বিজয় লাভের ইচ্ছা | বিজিগীষা |
| ৭১৭ | যে নারী আনন্দ দান করে | বিনােদিনী |
| ৭১৮ | আনন্দ দান করে যে নারী | বিনোদিনী |
| ৭১৯ | ক্ষুদ্র চিহ্ন | বিন্দু |
| ৭২০ | ক্ষুদ্র চিহ্ন | বিন্দু |
| ৭২১ | প্রবেশ করার ইচ্ছা | বিবক্ষা |
| ৭২২ | বাস করার ইচ্ছা | বিবৎসা |
| ৭২৩ | যা শল্য-ব্যথা দূরীকৃত করে | বিশল্যকরণী |
| ৭২৪ | বিশ্বজনের হিতকর | বিশ্বজনীন |
| ৭২৫ | যে নারীর সহবাসে মৃত্যু হয় | বিষকন্যকা |
| ৭২৬ | ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল | বিসর্পী |
| ৭২৭ | ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল | বিসর্পী |
| ৭২৮ | আকাশে গমন করে যে | বিহগ, বিহঙ্গ |
| ৭২৯ | বিহায়সে (আকাশ) বিচরণ করে যে | বিহগ/বিহঙ্গ |
| ৭৩০ | কামনা দূর হয়েছে যার | বীতকাম |
| ৭৩১ | কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে | বীতশ্রদ্ধ |
| ৭৩২ | যে নারী বীর সন্তান প্রসব করে | বীরপ্রসূ |
| ৭৩৩ | পুরুষের কর্ণভূষণ | বীরবৌলি |
| ৭৩৪ | যে নারীর স্বামী ও পুত্র জীবিত | বীরা বা পুরন্ধ্রী |
| ৭৩৫ | যে নারী বীর | বীরাঙ্গনা |
| ৭৩৬ | কুকুরের ডাক | বুক্কন |
| ৭৩৭ | কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগ | বুনি |
| ৭৩৮ | ভােজন করার ইচ্ছা | বুভুক্ষা |
| ৭৩৯ | হাতির ডাক | বৃংহণ বা বৃংহিত |
| ৭৪০ | টাইমের বাইরে | বেটাইম |
| ৭৪১ | ঠিক নয় যা | বেঠিক |
| ৭৪২ | তাল ঠিক নেই যার | বেতাল |
| ৭৪৩ | কিছুতে পরোয়া নেই যার | বেপরোয়া |
| ৭৪৪ | আদব কায়দা জানেনা যে | বেয়াদব |
| ৭৪৫ | খরচের হিসাব নেই যার | বেহিসাবি, অমিতব্যয়ী |
| ৭৪৬ | ডিঙ্গি বাইবার দাঁড় | বৈঠা |
| ৭৪৭ | যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় | ব্যয়বহুল |
| ৭৪৮ | সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল | ব্রাহ্মমুহূর্ত |
| ৭৪৯ | ক্ষুদ্র মৃৎপাত্র | ভঁড় |
| ৭৫০ | ক্ষুদ্র মৃৎপাত্র | ভাঁড় |
| ৭৫১ | যেখানে মৃতজন্তু ফেলা হয় | ভাগাড় / উপশল্য |
| ৭৫২ | ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে | ভুজগ/ভুজঙ্গ(স) |
| ৭৫৩ | যা পূর্বে ছিল এখন নেই | ভূতপূর্ব |
| ৭৫৪ | ডালের আগা | মগডাল |
| ৭৫৫ | হাতের কজি | মণিবন্ধ |
| ৭৫৬ | চাঁদোয়া ঢাকা স্থান | মণ্ডপ |
| ৭৫৭ | হাতের তৃতীয় আঙুল | মধ্যমা |
| ৭৫৮ | দিনের মধ্য ভাগ | মধ্যাহ্ন |
| ৭৫৯ | গম্ভীর ধ্বনি | মন্দ্র |
| ৭৬০ | গম্ভীর ধ্বনি | মন্দ্র |
| ৭৬১ | যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে | মরণােত্তরজাতক |
| ৭৬২ | শুকনাে পাতার শব্দ | মর্মর |
| ৭৬৩ | যা মর্ম স্পর্শ করে | মর্মস্পর্শী |
| ৭৬৪ | টাকা ধার দেওয়ার কাজ | মহাজনী |
| ৭৬৫ | অতি উচ্চ ধ্বনি | মহানাদ |
| ৭৬৬ | রাত্রির মধ্যভাগ | মহানিশা |
| ৭৬৭ | অতি উজ্জ্বল ও ফর্সা নারী | মহাশ্বেতা |
| ৭৬৮ | বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা | মাধুকরী/মধুকরী |
| ৭৬৯ | আয় অনুসারে ব্যয় করে যে | মিতব্যয়ী |
| ৭৭০ | অধিক ব্যয় করেন না যিনি | মিতব্যয়ী |
| ৭৭১ | অল্প কথা বলে যে | মিতভাষী |
| ৭৭২ | ঝিনুকের গর্ভজাত রত্ন | মুক্তা |
| ৭৭৩ | মুক্তি পেতে ইচ্ছা | মুমুক্ষা |
| ৭৭৪ | মৃতের মতাে অবস্থা যার | মুমূর্ষ |
| ৭৭৫ | পদ্মের উঁটা বা নাল | মৃণাল |
| ৭৭৬ | পদ্মের ঝাড় বা মৃণালসমূহ | মৃণালিনী |
| ৭৭৭ | যে নারীর সন্তান বাঁচে না | মৃতবৎসা |
| ৭৭৮ | মৃত্তিকার দ্বারা নির্মিত | মৃন্ময় |
| ৭৭৯ | নারীর কোমরবেষ্টনিভূষণ | মেখলা |
| ৭৮০ | ইষ্টকে অতিক্রম না করে | যথেষ্ট |
| ৭৮১ | যে রূপ ইচ্ছা | যদৃচ্ছা |
| ৭৮২ | ঋত্বিকের বৃত্তি | যাজন |
| ৭৮৩ | একই সময়ে | যুগপৎ |
| ৭৮৪ | এক যুগের পর আরেক যুগ | যুগান্তর |
| ৭৮৫ | যুদ্ধে স্থির থাকেন যিনি | যুধিষ্ঠির |
| ৭৮৬ | পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব | রজত জয়ন্তী |
| ৭৮৭ | কনুই থেকে মুষ্টিবদ্ধ পর্যন্ত পরিমাণ | রত্নি |
| ৭৮৮ | ক্ষুদ্র রথ | রথার্ভক |
| ৭৮৯ | যে রব শুনে এসেছে | রবাহুত |
| ৭৯০ | নারীর কটিভূষণ | রশনা |
| ৭৯১ | কপালে আঁকা তিলক | রসকলি |
| ৭৯২ | কৃষ্ণপক্ষের প্রতিপদ যুক্ত চাঁদ | রাকা |
| ৭৯৩ | গরু চরায় যে | রাখাল |
| ৭৯৪ | ক্ষুদ্র রাজা | রাজড়া |
| ৭৯৫ | যে নারী সুন্দরী | রামা |
| ৭৯৬ | গাধার ডাক | রাসভ |
| ৭৯৭ | রাহ বা রাস্তায় ডাকাতি | রাহাজানি |
| ৭৯৮ | যে ক্রমাগত রােদন করছে | রােরুদ্যমান |
| ৭৯৯ | উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন | রিকথ |
| ৮০০ | রমণের ইচ্ছা | রিরংসা |