Bengali GK | বাংলা সাধারণ জ্ঞান – সেট ১১

Bengali GK | বাংলা সাধারণ জ্ঞান – সেট ১১

দেওয়া রইলো ৩০টি Bengali GK প্রশ্ন ও উত্তর ।

দেখে নাও : জেনারেল নলেজ – General Knowledge in Bengali – সেট ১০

1. হলোগ্রাম কাকে বলা হয়?
– যে কোন আলোর প্রতিবিম্ব কে
– 3 D প্রতিবিম্ব কে
– 8 D প্রতিবিম্ব কে
– ওপরের কোনোটিই নয়

2. “ছাড়পত্র” কার লেখা ?
– অবনীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর
– কাজী নজরুল ইসলাম
– সুকান্ত ভট্টাচার্য

3. Q.অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
–  ক্রিকেট
–  তীরন্দাজি
–  বক্সিং
–  শুটিং

4. BEER এর PH মান কত?
– ৪-৫
– ৫-৬
– ৫.৮
– ৭.৫

5. ধন্বন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
–  চিকিৎসাবিজ্ঞানে
–  বিজ্ঞান ও গবেষনা
– সাম্প্রদায়িক সম্প্রীতি
–  কোনাটিই নয়

6. ইংরেজি ব্যাকরনের Adverb কে বাংলায় কি বলে?
– নাম পদ
– ভাব বিশেষন
– নাম বিশেষন
– সমুচ্চয়ী অব্যয়

7. ভাবা এটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?
– শ্রীহরিকোটা
– ট্রম্বে
– তারাপুর
–  কোনাটিই নয়

8. অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা?
–  রাজস্থান
–  ঝাড়খন্ড
–  হরিয়ানা
–  উত্তরাখণ্ড

9. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?
– সুপ্রিম কোর্টের বিচারপতি
– রাষ্ট্রপতি
– লোকসভার অধ্যক্ষ
– প্রধানমন্ত্রী

10. এলাহাবাদের পুরোনো নাম কি?
– বরোদা
– মাদ্রাজ
– প্রয়াগ
– পাটলিপুত্র

দেখে নাও : ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯

11. তারাপুর এটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়?
– ১৯৮৪
– ১৯৯৩
– ১৯৬৯
– ১৯৭৩

12. MODVAT হল
– কোনোটিই নয়
– বিক্রয় কর
– আবগারি শুল্ক
– আয় কর

13. ‘কলা’ এক ধরনের-
– সমজাতীয় কোষের সমাহার
–  ওষুধ
–  কাপড়
–  কাগজ

14. সুনন্দ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
– নারায়ন গঙ্গোপাধ্যায়
– মোহিতলাল মজুমদার
– সতীনাথ ভাদুড়ী
– স্বামী বিবেকানন্দ

15. Q. লোহিত রক্ত কণিকার আকার-
– কোনোটিই নয়
– উভ উত্তল
– গোলাকার
– উভ অবতল

16. নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে?
– ভরতমুনি
– বল্লাল সেন
– বরাহমিহির
– ভারবি

17. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য কত?
–  30 মিনিট
–  42 মিনিট
–  12 মিনিট
–  24 মিনিট

18. কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি ?
– দেহত্বক
– স্পিরাকল
– বুকলাং
– বুকগিল

19. জনা নাটকটি কার লেখা ?
– জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
– কালীপ্রসন্ন সিংহ
– গিরিশ চন্দ্র ঘোষ
– প্যারিচাঁদ মিত্র

20. 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন-
– অসলো-তে
– লন্ডনে
– নিউ ইয়র্কে
–  প্যারিসে

দেখে নাও : ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮

21. কোন নদী দুবার কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে?
– কোনোটিই নয়
– যমুনা নদী
– গঙ্গা নদী
– মাহি নদী

22. হাইড্রক্সিবেঞ্জিন কার রাসায়নিক নাম?
– আয়োডিন
– ওপরের কোনোটিই নয়
– স্যাভলন
– ফেনল

23. ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?
–  11 জন
–  7 জন
–  15 জন
–  5 জন

24. লোকসভা ভেঙে দিতে পারেন কে?
– প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
– রাষ্ট্রপতি
– প্রধানমন্ত্রী
– রাষ্টপতির পরামর্শে প্রধানমন্ত্রী

25. এক ব্যক্তি আহার্য হিসেবে ডাল, ভাত এবং দই গ্রহণ করল। দেহে যেটির অভাব দেখা যাবে তা হল?
–  ফ্যাট
–  ভিটামিন
–  প্রোটিন
–  স্টার্চ

26. কততম সংবিধান সংশোধনী কে সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয়?
–  36 তম
–  42 তম
–  73 তম
–  44 তম

27.  ভারতীয় নাগরিকদের অধিকারের উপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন-
– সংসদ
– রাষ্ট্রপতি
– সুপ্রীম কোর্ট
– কোনোটিই নয়

28. ভারতীয় টাকায় মোট কত গুলি ভাষায় লেখা থাকে?
– ১০টি
– ১৫টি
– ১২টি
– ১৭টি

29. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় ?
– তেজস্ক্রিয় সোডিয়াম
– ইউরেনিয়াম
– তেজস্ক্রিয় কোবাল্ট
– রেডিও কার্বন

30. আলফা রশ্মি হল-
–  ধনাত্মক
– নিস্তড়িত
– ঋণাত্মক
– কোনোটিই নয়

Scroll to Top