ঔরঙ্গাবাদ এর নতুন নাম হতে চলেছে শম্ভাজি নগর

Rate this post

ঔরঙ্গাবাদ এর নতুন নাম হতে চলেছে শম্ভাজি নগর

সম্প্রতি মহারাষ্ট্র ক্যাবিনেট ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে শম্ভাজি নগর করার প্রস্তাবদের অনুমোদন দিয়েছে । সাথে সাথে ওসমানাবাদ -এর নতুন নাম ধরাশিব এর প্রস্তাবেও সিলমোহর দিয়েছে মহারাষ্ট্র মন্ত্রীসভা।

ইস্তফা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী হিসেবে এটাই উদ্ধব ঠাকরের শেষ সিদ্ধান্ত। এই বিষয়ে তিনি বলেন ‘দুটো শহরের নতুন নামকরণ করা বালাসাহেবের স্বপ্ন ছিল যা পূরন হল। তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

দেখে নন : বিশ্বের বৃহত্তম চকলেট ফ্যাক্টরিতে পাওয়া গেলো সালমোনেলা ব্যাকটেরিয়া

Scroll to Top
error: Alert: Content is protected !!