ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা

ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা

ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া রইলো।

নংবিভাগবিজেতা
সেরা ফিচার সিনেমাসুরারাই পোত্রু।
সেরা পরিচালকসচীদানন্দন কে আর।
সেরা জনপ্রিয় সিনেমাতানাজি।
সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারম্যান্ডেলা।
সেরা শিশুতোষ সিনেমাসুমি (মারাঠি)।
সেরা অভিনেতাসুরিয়া (সুরারাই পোত্রু) ও অজয় দেবগন (তানাজি)।
সেরা অভিনেত্রীঅপর্ণা বালামুরালি।
সেরা পার্শ্ব অভিনেতাবিজু মেনন।
সেরা পার্শ্ব অভিনেত্রীলক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী।
১০সেরা শিশু শিল্পীঅনীষ মঙ্গেশ গোসাভি (তকতক) এবং আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর (সুমি)।
১১সেরা সংগীত পরিচালকআলা বৈকুণ্ঠপুরামুলো।
১২সেরা গায়িকানানছাম্মা।
১৩সেরা গায়করাহুল দেশপাণ্ডে ও অনীষ মঙ্গেশ গোসাভি
১৪সেরা অডিওগ্রাফিজোবিন জায়ান (দোলু)।
১৫সেরা সিনেমাটোগ্রাফিঅভিযাত্রিক।
১৬সেরা নন-ফিচার সিনেমাথ্রি সিস্টার্স।
১৭সেরা পোশাক পরিকল্পনাতানাজি।
১৮সেরা মেকআপনাট্যম।
১৯সেরা স্ক্রিনপ্লেসুরারাই পোত্রু।
২০সেরা অসমীয়া সিনেমাব্রিজ।
২১সেরা বাংলা সিনেমাঅভিযাত্রিক।
২২সেরা হিন্দি সিনেমাতুলসীদাস জুনিয়র।
২৩সেরা তেলেগু সিনেমাকালার ফটো।
২৪সেরা তামিল সিনেমাশিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম।
68th National Film Awards 2022 Announced

এরকম আরও কিছু পোস্ট :

অস্কার পুরস্কার ২০২২ – বিজেতাদের সম্পূর্ণ তালিকা

২০২২ সালের অ্যাবেল পুরস্কার পেলেন ডেনিস পার্নেল সুলিভান

Scroll to Top