দীপর বিল বন্যপ্রাণী অভয়ারণ্য এখন ইকো সংবেদনশীল অঞ্চল

Rate this post

দীপর বিল বন্যপ্রাণী অভয়ারণ্য এখন ইকো সংবেদনশীল অঞ্চল

আসামের একমাত্র রামসার সাইট- দীপর বিল বন্যপ্রাণী অভয়ারণ্য কে ইকো সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করলো ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগ। এখানে ১৫০ প্রজাতির পাখি, ১২ প্রজাতির সরীসৃপ, ৫০ টি প্রজাতির মাছ, ৬ রকম প্রজাতির উভচর এবং আরও অনেক বন্য়প্রাণ দেখতে পাওয়া যায়। দীপর বিল অন্যতম বৃহৎ একটি স্বাদু জলের হ্রদ’ও। ব্রমহপুত্র নদীর প্রধান অংশের দক্ষিণ অংশে এটির অবস্থান।

ইকো সেনসিটিভ জোন সাধারনভাবে কোনও সংরক্ষিত এলাকা বা ন্যাশনাল পার্ক কিংবা কোনও অভয়ারণ্যের মধ্যে নির্বাচিত একটি এলাকা। ভারতের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের নির্দেশেই এই অঞ্চল নির্দেশিত হয়। এর পার্শ্ববর্তী এলাকাতে সাধারণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে বন্যপ্রাণী দের স্বাধীনতা দেওয়া।

এই অঞ্চলের পরিধির ১ কিমির মধ্যে কোনও হোটেল বা রিসোর্ট নির্মাণ করা যাবে না। কোনও জলবিদ্যুৎ প্রকল্প, ইটভাটা, জ্বালানি কাঠের বানিজ্যিক ব্যবহার, অপ্রচলিত বজ্র্য নিঃসরণ ও নিষিদ্ধ কার্যক্রম তালিকায় রয়েছে।

Source : Chetsa

Scroll to Top
error: Alert: Content is protected !!