দ্বিপদ নামকরন ও জীবের শ্রেনীবিন্যাস – প্রশ্ন ও উত্তর 

দ্বিপদ নামকরন ও জীবের শ্রেনীবিন্যাস – প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো দ্বিপদ নামকরন ও জীবের শ্রেনীবিন্যাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ।

দেখে নাও – মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র – প্রশ্ন ও উত্তর

1. দ্বিপদ নামকরণে কোন ভাষায় নামকরণ করতে হয়?
– ল্যাটিন
– ইতালিক
– গ্রিক
– মার্টিন

2. ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ভিলাই আকৃতির থলিটির নাম কি?
– নিউক্লিওয়েড
– পার্মিয়েজ
– হেপানয়েড
– কনড্রিওয়েড

3. Pila globasa প্রান্তিক কোন পর্বের অন্তর্ভুক্ত?
– আর্থোপোডা
– একাইনোডার্ম
– মোলাস্কা
– প্ল্যাটিহেলমিনথিস

4. সেন্ট্রোপ্লাজম উপস্থিত—–
– ব্যাকটেরিয়া
– মাইকোপ্লাজমা
– সায়ানোব্যাকটেরিয়া
– আরকি ব্যাকটেরিয়া

5. “দ্বিপদ নামকরণ সম্পর্কীত বই “ন্যাচারালিস হিস্টোরিয়া” এর লেখক কে?
– এডলার
– জন রে
– ড্যানিয়েল
– লিনিয়াস

6. নিম্নের কোনটি পাঁচ রাজ্য বিন্যাসের মধ্যে পড়ে না?
– ভাইরাস
– মনেরা
– প্লানটি
– ফানগি

দেখে নাও – কোষ চক্র ও কোষ বিভাজন – প্রশ্ন ও উত্তর

7. Ophicephalus punctatus নিম্নের কোন মাছের বিজ্ঞানসম্মত নাম——-
– ভেটকি
– ল্যাটা
– মাগুর
– শিঙি

8. ইকুইজিটাম হল একপ্রকার—
– ব্যাক্তবীজী
– বায়োফাইটা
– টেরিডোফাইটা
– গুপ্তবীজী

9. নিম্নের কোন গ্রন্থে প্রথম দ্বিপদ নামকরণ প্রকাশ করেন?
– বিবর্তন তত্ত্ব
– স্পিসিস প্ল্যান্টারাম
– ইভোলিউশন মতবাদ
– সিস্টেমা ন্যাচুরি

10. নিম্নের কোনটি গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া?
– ব্যাসিলাস
– সালমোনেলা
– ই. কোলাই
– প্রোটিয়াস

11. ক্যারোলাস লিনিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন?
– ইটালি
– ডেনমার্ক
– ফিনল্যান্ড
– সুইডেন

দেখে নাও – ভিটামিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

12. এফিড্রা, নিটাম কোন পর্বের অন্তর্ভুক্ত?
– ব্যক্তবীজী
– গুপ্তবীজী
– বায়োফাইটা
– টেরিডোফাইটা

13. লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন?
– 1791 সালে
– 1753 সালে
– 1763 সালে
– 1757 সালে

14. ” Viruses are viruses because they are viruses ” উক্তিটি কার?
– আইভানোস্কি
– লউফ
– স্টানলি
– হেপবার্ন

15. বাদামী শৈবালে কোন কার্বোহাইড্রেট টি থাকে?
– ম্যানিটল
– সায়ানোফাইসিয়ান
– ডায়াটমিন
– পাইরিয়ান

16. নিম্নের কোন প্রাণীর ত্রিপদ নামকরন করা হয়েছে?
– গন্ডার
– ভাল্লুক
– সিংহ
– পায়রা

17. পাকসিনিয়া হল একপ্রকার—-
– প্লানটি
– প্রোটিস্টা
– ছত্রাক
– মনেরা

দেখে নাও – 50 Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

18. সাইকন(sycon) কোন পর্বের অন্তর্ভুক্ত?
– নিমাটোডা
– পরিফেরা
– অ্যানিলিডা
– নিডারিয়া

19. ছত্রাকের অনুসূত্রাকার দেহকে কি বলে?
– মাইসেলিয়াম
– ফ্ল্যাজেলিন
– হাইফি
– স্যাপ্রোটিক

20. কেল্প (kelp) হল—-
– সবচেয়ে বড়ো সবুজ শৈবাল
– সবচেয়ে বড়ো বাদামি শৈবাল
– সবচেয়ে বড়ো নীলাভ সবুজ শৈবাল
– সবচেয়ে বড়ো সোনালী-বাদামী শৈবাল

21. বৈদিক সাহিত্যের কোন বইতে প্রথম শ্রেণিবিন্যাস এর উল্লেখ থাকে?
– ছান্দোগ্য উপনিষদ
– আরণ্যক উপনিষদ
– ঐতেরিস উপনিষদ
– মুন্ডক উপনিষদ

22. কে প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন?
– লুই পাস্তুর
– বেইজেরিঙ্ক
– আইভানোস্কি
– হরসওয়ার্থ

23. লাইকেন, শীতপ্রধান দেশে পাথরের ওপর দেখা দেখা যায়। এদের বলে——
– কর্টিকোলস
– পাইরিকোলস
– স্যাক্সিকোলস
– টেরিকোলস

24. Hibiscus mutabilis নিম্নের কোনটির বিজ্ঞানসম্মত নাম?
– জবা
– বক ফুল
– সূর্যমুখী
– স্থলপদ্ম

দেখে নাও – সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর

Comments are closed.

Scroll to Top